https://www.a1news24.com
২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৩১

হাতিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল  

হাতিয়া (নোয়াখালী)সংবাদদাতাঃ নোয়াখালীর হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাস ভবনে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপি সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো।
দোয়া পূর্ব আলোচনায় খোন্দকার আবুল কালাম বলেন, আপোষহীন নেত্রী ও  সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ শুধু দলীয় নেতা নয়। আজকে তিনি জাতীয় প্রতীক হিসেবে সকল দলের কাছে শ্রদ্ধেয়  ও সম্মানের জায়গায় স্থান করে নিয়েছেন। বিগত সরকার তাঁকে বহু নির্যাতন জেল জুলুম করেছেন। তারপরও তিনি দলীয় স্বার্থের বাইরে গিয়ে কখনো আপোষ করেন নাই। আজ তিনি বয়সের ভারে নানান রোগে অসুস্থ্য হয়ে পড়েছেন। আল্লাহর কাছে আমরা তার রোগমুক্তির জন্য দোয়া করি।
আরো..