https://www.a1news24.com
২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৩১

কমলগঞ্জে শিক্ষানুরাগী পরিবারের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, প্রতিবন্ধী এবং অত্যন্ত দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ২৫টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইটারনেল গিভিং এর সহযোগিতায় টিউবওয়েল বিতরণ পূর্ব আলোচনা সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী (রিপন)।

কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালমান আলী, সাবেক কাউন্সিলর শাকিল আহমদ, ব্যাংকার জাকির হোসেন, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, লিটন দত্ত। এসময় টিউবওয়েল বিতরণকারী শিক্ষানুরাগী পরিবারের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী (রিপন) বলেন, আমাদের পরিবার সবসময় এলাকার মানুষের পাশে আছে এবং থাকবে। বড় ভাই হাসান চৌধুরী বৃহত্তর সিলেট ও লন্ডনে শিক্ষানুরাগী ও চারিটেবল সমাজকর্মী হিসেবে পরিচিত। করোনা, বন্যা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবারের পক্ষ থেকে ত্রাণ, খাদ্য, বাড়ি নির্মাণ, ঔষধ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হলো। তিনি আরও জানান, টিউবওয়েল বসানো, পরিবহন এবং আশপাশের স্থান পাকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে তাদের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত হবে বলে প্রত্যাশা করে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে এ ধরনের দাতব্য উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আহসান কবির চৌধুরী (রিপন) এবং তার পরিবারের এমন মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আরো..