হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিবাহকে কেন্দ্র করে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার হরনী ইউনিয়নে নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন আনোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম।
লিখিত বক্তব্যে মমতাজ বেগম বলেন, তার প্রথম স্বামী এক বছর আগে মৃত্যুবরণ করেন। ওই সংসারে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পর থেকে সন্তানদের নিয়ে তিনি কষ্টকর ও অসহায় জীবন যাপন করছিলেন। পরে পারিবারিকভাবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি হরনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেনকে বিয়ে করেন।
তিনি অভিযোগ করেন, গত ১২ অক্টোবর রাতে আনোয়ার হোসেন তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে, তার প্রথম স্বামীর পরিবারের সদস্যরা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাদের উপর হামলা চালায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় সামাজিকভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের মীমাংসা হয়নি। বরং একটি কুচক্রী মহল তাদের বৈধ বিবাহকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে, যা তাদের পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করেছে।
সংবাদ সম্মেলনে মমতাজ বেগম প্রশাসনের প্রতি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আরও বলেন, “আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরণের হয়রানি ও নির্যাতনের শিকার আর কেউ যেন না হয় তার বিহীত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহবান জানান”।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরনী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তার স্ত্রী মমতাজ বেগম, সাবেক স্বামীর বোন আয়েশা বেগম ও জান্নাত বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।