https://www.a1news24.com
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫১

লালমনিরহাটে দলিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান , লালমনিরহাট: মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের উদ্যোগে মৌলিক অধিকার ও নাগরিক পরিসেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী নন্দ কুমার।এ পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী অফিসার হরানন্দ নায়।

কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মধ্য দিয়ে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর নানারকম সমস্যা তুলে ধরা হয় ও তাদের জীবনমানোন্নয়নে নাগরিক উদ্যোগের কার্যক্রম তুলে ধরা হয়।

এ সভায় উপস্থিত দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর শ্রীমতি সোনাপতি ও মানিক বাবু বলেন,আমাদের বসবাসরত এলাকায় ডাস্টবিন নেই,টয়লেট সংকট,চলাচলের রাস্তা সমস্যা সহ সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিতর কথা তুলে ধরেন। সভায় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান অতিথি।

ব্রেইট ফর দ্যা ওয়ার্ল্ড,ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক,নাগরিক উদ্যোগের জেলা ফিল্ড কো অর্ডিনেটর দিপু রাম,প্রজেক্ট অফিসার কামরুজ্জামান,বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ঘুগলু বাবু সহ অন্যান্যরা।

 

আরো..