ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানো ৭৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খলিফার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাজাপুর প্রেসক্লাব চত্বরে “স্থানীয় সাধারণ জনতা” ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন ধর্মপরায়ণ মানুষ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সঙ্গে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যার একাধিক মামলা আদালতে বিচারাধীন। সেই বিরোধের জেরে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তাকে নারী জড়িত মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, পূর্বেও প্রতিপক্ষরা একইভাবে এক নারীকে জড়িয়ে তাকে ফাঁসাতে চেয়েছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছিল। অথচ এবার পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করেছে—যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ।
তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্ত হলেই নুরুল ইসলাম খলিফার নির্দোষ প্রমাণ মিলবে এবং তার মুক্তি নিশ্চিত হবে। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে নুরুল ইসলাম খলিফাকে মুক্তি না দিলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনে নামবে স্থানীয় জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি মো. আবুল কালাম হাওলাদার, যুবদল সভাপতি মো. আমির হোসেন বাচ্চু, স্থানীয় নুরজাহান বেগম ও মিতু আক্তারসহ অনেকে।