হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী হাতিয়ায় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার জাহাজমারা বাজারে এই শোডাউনের নেতৃত্ব দেন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ।
পূর্ব নির্ধারিত জনসমাগমকে কেন্দ্র করে দুপুরের পর থেকে হাতিয়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা জাহাজমারা বাজারের পূর্ব পাশে এসে জমায়েত হয়। সন্ধ্যার একটু আগে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন কেন্দ্রীয় এই নেতা। তাতে অনেকের হাতে শোভা পায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছবি সম্বলিত ব্যানার। সবার মূখে স্লোগান ছিল ধানের শীষের পক্ষে। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয় মিছিল থেকে। মিছিলটি জাহাজমারা বাজারের পূর্ব পাশ থেকে শুরু হয়ে পশ্চিম পাশে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির।
কেন্দ্রীয় ছাত্র নেতা শাহ নাওয়াজ বলেন , আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। প্রার্থী অনেকেই আছেন। তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষ কে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।