https://www.a1news24.com
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৫২

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় করদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎভাবে কর প্রদান শুধু নাগরিক দায়িত্ব নয় একটি জাতির প্রতি আস্থা ও অংশীদারিত্বের প্রতীক। কর প্রদানের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রীয় উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রত্যক্ষ অবদান রাখছেন।

তিনি আরো বলেন, করদাতাদের সেবায় জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কর প্রদান প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করদাতারা হয়রানিমুক্তভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। তিনি সবাইকে নিয়মিত কর প্রদানের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ ও আয়কর আইনজীবী মো. আবিদ আলীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, অর্ধশতাব্দী ধরে কর আইন পেশায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করা সত্যিই এক অনন্য অর্জন। এই দীর্ঘ সময় ধরে আপনারা শুধু পেশাগত দায়িত্বই পালন করেননি, বরং কর প্রশাসন ও করদাতাদের মধ্যে সচেতনতা ও আস্থার সেতুবন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি প্রবীণ দুই আইনজীবীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর আইন পেশার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলরুমে সমিতির সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ ও আয়কর আইনজীবী মো. আবিদ আলী চৌধুরীর কর আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুর রহমান শিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক-১ এডভোকেট অজিত কুমার রায় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি রক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সহ সভাপতি এডভোকেট মো. আবুল ফজল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ ও আয়কর আইনজীবী মো. আবিদ আলী চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. মকবুল হোসেন, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতির সভাপতি এডভোকেট সজল কুমার রায়, সিনিয়র কর আইনজীবী হাসনু চৌধুরী। আবিদ আলীর চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী মো. খায়রুল আলম।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এডভোকেট আ স ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী ঋষি কেশ ধর। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কর আইনজীবী সুলেমান হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, নুরুদ্দীন আহমদ এডভোকেট, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবু বক্কর প্রমুখ। এছাড়াও সিনিয়র, জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা সংবর্ধিত অতিথিদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সদস্য সুব্রত কুমার রায় এডভোকেট, সৈয়দ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, ইসরাত জাহান নীপা।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত দুই অতিথিকে সিলভার মেডেল, ক্রেস্ট, জায়নামাজ, টুপি, আতর, তসবিহ, মানপত্র ও নগদ ৫০ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথিবৃন্দ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি

আরো..