https://www.a1news24.com
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৫

শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প বলেন, শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ কথা জানিয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এটি ছিল এক অসাধারণ বৈঠক। তিনি একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং অল্প সময়ের মধ্যেই আমরা তা আপনাদের জানাবো।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নামিয়ে আনা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, “চীন আগেই ঘোষণা করেছে যে, তারা বিপুল পরিমাণ সয়াবিন কিনতে শুরু করবে, আমি সেটির জন্য কৃতজ্ঞ।”তবে এখনো কোনো বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়নি।বৈঠকের শেষে দুই নেতা হাত মেলান এবং এরপর বিদায় নেন।

বৈঠকের আগে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন যুদ্ধ দপ্তরকে “অবিলম্বে” আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহের শুরুতে মালয়েশিয়া সফরে আসেন। সেখান থেকে তিনি জাপান হয়ে দক্ষিণ কোরিয়ায় এসেছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর শি চিন পিংয়ের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম মুখোমুখি বৈঠক।

আরো..