সালেহ আহমদ (স’লিপক):মৌলভীবাজারে ইউনাইটেড ক্লাব ২০২৫-২০২৭ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় ক্লাব কার্যালয়ে সাবেক সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে কার্যকরী পরিষদ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
আহমেদ ময়নুর পরিচালনায় সভায় ক্লাবের সাবেক সভাপতি রুমেল আহমদ, মোজাহিদুল ইসলাম, আবুল কাশেম বাবু সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনা সাপেক্ষে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে মোজাহিদুল ইসলামকে সভাপতি এবং আব্দুল বারী রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট ২০২৫-২০২৭ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি শেপন আহমদ, শিবলু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম বখশ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ সালমান, ক্রীড়া সম্পাদক কামরান আহমদ মিলাদ, প্রচার সম্পাদক রিয়াদ আহমেদ আবেদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ জকি, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ সানি, পাঠাগার সম্পাদক তানজিল আহমেদ।
আগামী ২৪ অক্টোবর ২০২৫ রাত ৯টায় ক্লাবের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ করে কমিটির সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে ক্লাবের সদস্য আব্দুল কাদির জিলু এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
 
						 
			