https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৮

‘মানসিকভাবে পিছিয়ে’ ক্রিকেটাররা: বললেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার নারীদের কাছে শেষ ওয়ানডেতেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে ৯৫ ও ৯৭ রানের পর মিরপুরে আজ মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় জ্যোতিরা। তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।

ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’

জ্যোতির মতে, মানসিকভাবে পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, ‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’

ওয়ানডে সিরিজের পর এবার দুদলের সামনে টি-টোয়েন্টির লড়াই। আগামী ৩১ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এরপর আগামী ২ এপ্রিল দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৪ এপ্রিল। সবগুলো ম্যাচই হবে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে।

আরো..