পঞ্চগড়ে ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের নামে উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের নামে উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের বাংলাচণ্ডি এলাকায় বিদ্যুৎ প্রকল্পের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের বাস্তবতায়নকারী প্রতিষ্ঠান ল্যান্ডকো সোলার কোম্পানির স্থানীয় প্রতিনিধি শরিফুল ইসলাম।
তিনি বলেন, গত শনিবার ল্যান্ডকো সোলার কোম্পানির আওতাধীন ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্প নিয়ে মিথ্যা মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মী সহ কিছু লোকজন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখা ছাত্রদল নেতা সুমন রেজা, স্থানীয় রাসেল, নুর জামান সহ অনেকে বলেছেন, কোম্পানি তাদের জমি জোরপূর্বক দখল করেছে। তাদের নামে নাকি মিথ্যা মামলা হচ্ছে। অথচ সরকারের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করতে ৩০ মেগাওয়াট করতোয়া সোলার প্লান্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেয় কোম্পানি। বর্তমানে কোম্পানি ১২০ একর জমি দখলে রাখলে জমি আমাদের ৩০০ একরের বেশি। অনেকে এক জমি বারবার বিক্রি করেছেন। অনেকে জমি দখলে নিয়ে চাষাবাদ করেছে। অথচ তারাই কোম্পানির নামে মিথ্যা অভিযোগ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কারো নামে মিথ্যা মামলা করিনি। আমরা তাদের এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আমাদের সকল জমিজমা বুঝে পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি, কর্মচারী সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।