অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃকুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি, ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২১ অক্টোবর’২৫ মঙ্গলবার সকালে উপজেলার কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার। অনুষ্ঠানে অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সারোয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা , সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর আহবান জানিয়ে বলেন,এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না বরং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। তিনি বিতরণকৃত প্রনোদনার বীজ ও সার বিক্রি না করে এর যথাযথ ব্যবহারের জন্য কৃষকদের আহবান জানান।
উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি শস্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য উপজেলার ৪০০ জন কৃষকদের মধ্যে ১৫০ জনকে লাউ, বেগুন, পালংশাক, লালশাক, মটরশুঁটি, মুলা ও বাটিশাক এর বীজ এবং ২৫০ জন কৃষকে মিষ্টি কুমড়া, বেগুন, লাউ ও শসা বীজ এবং ১০ কেজি এমওপি সহ ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।