https://www.a1news24.com
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:০৪

কাউনিয়ায় না ফেরার দেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও জেলা যুব লীগের সদস্য ফিরোজ সরকার শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয় ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

রবিবার তার প্রথম জানাযার নামাজ রংপুর সেন্ট্রাল রোড ভূমি অফিস সংলগ্ন মাঠে এবং দ্বিতীয় জানাযার নামাজ কাউনিয়া রেলস্টেশন বাজার জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক, শিক্ষক, সূধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ অংশ গ্রহন করে। জানাযা শেষে কাউনিয়া কেন্দ্রী কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে স্ত্রী, ২ছেলে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আতœার মাগফেরাত কামনা ও গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মকুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরো..