https://www.a1news24.com
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২

কাউনিয়ায় উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্তে আহ্বান পুলিশের

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নে ১৭ অক্টোবর ২০২৫ কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে ডোবা থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাউনিয়া থানায় ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী ১৭ অক্টোবর হত্যা মামলা রুজু করা হয়, মামলা নং ৫।

থানা সূত্র জানায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবার পানি থেকে গলিত অবস্থায় আনুমানিক ৫৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট, চুল ছোট এবং কালো-সাদা মিশ্র এক নারীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশটি ফেলে দেওয়া হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান, লাশটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন পর্যন্ত নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানা ও এলাকায় বার্তা পাঠানো হয়েছে। কেউ যদি উক্ত নারীর পরিচয় বা তাঁর আত্মীয়-স্বজন সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কাউনিয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান। যোগাযোগের ঠিকানা-অফিসার ইনচার্জ, কাউনিয়া থানা, রংপুর। মোবাইল- ০১৩২০-১৩১৫৬৩, ডিউটি অফিসার, কাউনিয়া থানা, রংপুর মোবাইল- ০১৩২০-১৩১৬৬৮।

আরো..