https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৭

এবার হোয়াটসঅ্যাপের কথোপকথন গোপন রাখতে নতুন ফিচার ‘চ্যাটলক’

অনলাইন ডেস্ক: এবার কথোপকথন গোপন রাখতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার ‘চ্যাটলক।’ নতুন এই চ্যাটলক আপনার বিশেষ কথোপকথন একটি বিশেষ ফোল্ডারে স্টোর করবে। সেখানে কার সঙ্গে কথা হচ্ছে, তার নাম লুকোনো থাকবে। মেসেজ নোটিফিকেশনও আসবে না।

হোয়াটসঅ্যাপ লক করার জন্য বায়োমেট্রিক বা পিন কোড দিয়ে তা লক করার ব্যবস্থা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটিতেই রয়েছে। এতে যেকোনো গোপন চ্যাট নিরাপদে রাখা যায়।

আপনার ফোন কেউ গোপনে দেখতে চাইলেও এই চ্যাট তিনি খুঁজে বের করতে পারবেন না পিন কোড বা বায়োমেট্রিক্স ছাড়া। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই প্রাইভেসি সেটিংয়ে একাধিক বিষয় যুক্ত করেছে। তার মধ্যে রয়েছে ডিসঅ্যাপিয়ারি মেসেজ, স্ক্রিনশট ব্লকিং, কে স্ট্যাটাস মেসেজ দেখবেন তা নির্ধারণ করা, লাস্ট সিন বন্ধ রাখা।

নতুনটি হলো চ্যাটলক। এর জন্য হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন ডাউনলোড করতে হবে। তারপর যার সঙ্গে চ্যাটটি লক করতে চান তার প্রোফাইল পিকচারে যান। সেখানেই পাবেন নতুন অপশন চ্যাটলক। ডিস অ্যাপিয়ারিং মেসেজের নিচেই পাবেন অপশন। সেটিকে ‘এনাবেল’ করুন। এরপর অথেন্টিকেট করুন আপনার ফোনের পাসওয়ার্ড ও বায়োমেট্রিক্স দিয়ে।

আরো..