মোস্তাফিজুর রহমান: আলু ক্রয়ের সরকার ঘোষিত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন,আলু মজুদের কারণে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সারাদেশের সকল হিমাগারে কুলিং সিস্টেম চালুর দাবি সহ ৩দফা দাবিতে লালমনিরহাটের সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিরা। বুধবার লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি উদ্যোক্তা ও আলু চাষী লিখন মিয়া তার লিখিত বক্তব্য বলেন, বর্তমান সরকার প্রান্তিক চাষীদের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এ পর্যন্ত সরকারের এ কার্যক্রম বাস্তবায়ন হয়নি। ফলে আমরা যারা প্রান্তিক আলুচাষি আছি।সবাই আর্থিকভাবে লোকসানের মুখে রয়েছি। কৃষক বাঁচাতে ও উদ্যোক্তা সৃষ্টিতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্ষুদ্র কৃষকদের লোকসানের হাত থেকে রক্ষার্তে অবিলম্বে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রান্তিক কৃষকদের কাছ থেকে আলু ক্রয়ের দাবি জানাচ্ছি।
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, রাত ৯:৩০