https://www.a1news24.com
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে স্তব্ধ করতে সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় : আব্দুল মঈন খান

✍ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তবে জুলুম- নির্যাতন করে বিরোধী দলকে শেষ করা যাবে না।

 

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের সদ্য কারামুক্ত সহ-সভাপতি রেজাউল করিম পলকে দেখতে ধানমণ্ডির বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি অভিযোগ করেন, জুলুম-নির্যাতন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায় সরকার। ক্ষমতাসীনরা বিএনপিকে নিয়ে এতো আতঙ্কিত কেন? প্রশ্ন এই বিএনপি নেতার।

এর পরে কারারূদ্ধ যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এর বাসভবনে তার সহধর্মিনীকে সহানুভুতি জানাতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

নীরবের বিরুদ্ধে মামলার সংখ্যা প্রায় সাড়ে চার শত, এই তথ্য উল্লেখ করে ড. মঈন খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘ এক বছরেরও বেশী সময় যাবৎ আমাদের যুবদলের নেতা সাইফুল আলম নিরবকে আটক করে রাখা হয়েছে। “আমরা বলতে চাই, রিরোধী দলের ওপর মিথ্যা ও গায়েবী মামলা হামলা দিয়ে জুলুম নির্যাতন করে বাংলাদেশের মুক্তিকামী মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না” ।

আরো..