https://www.a1news24.com
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭

আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন আজ, গুরুত্ব পাবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ বাংলাদেশ সফরে আসছেন আজ (রোববার)। ৯ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। পাঁচ দিনের সফরে রোহিঙ্গা ও অভিবাসন ইস্যু ছাড়াও বেশ কিছু ইস্যু গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইওএম মহাপরিচালক ৯ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে সফরের কর্মসূচি শুরু করবেন অ্যামি পোপ।

আইওএম মহাপরিচালকের সফর নিয়ে এক জ্যৈষ্ঠ কূটনীতিক বলেন, অভিবাসন নিয়ে তারা কাজ করেন। অ্যামি পোপের সফরে অভিবাসন ইস্যুতে ফোকাস থাকবে। আমাদের সঙ্গে তারা মূলত কাজ করছে, রিটার্ন এবং ইন্টিগ্রেশনের ওপর। এক্ষেত্রে এখানে ওদের কাজের ফোকাসটা হয়ে গেছে আমাদের লিবিয়া বা বিভিন্ন জায়গায় যেসব লোকজন আটকা পড়ছে তাদের ফিরিয়ে আনা। আইওএম বলকান থেকেও বাংলাদেশিদের আনার চেষ্টা করছে। তাদের কাজ হচ্ছে বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করা, এ বিষয়টাতে তারা বেশি এনগেজ। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে অভিবাসন ইস্যুতে আলোচনার সুযোগ রয়েছে।

এই কূটনীতিক আরও বলেন, ঢাকায় আসার পর আইওএম মহাপরিচালক কক্সবাজার যাবেন। আসার সময় কিছু দাতা নিয়ে আসার কথা তার। রোহিঙ্গাদের তহবিলের ব্যাপারটা আছে। অ্যামির সফরে ডায়াসপোরা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া এবারের ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ঢাকা থেকে প্রকাশ করার পরিকল্পনা আছে আইওএম প্রধানের।

সফরকালে আইওএম মহাপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

২০২৩ সালের ১ অক্টোবর আইওএম মহাপরিচালকের দায়িত্ব পান অ্যামি পোপ। সংস্থাটির ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হন তিনি। অ্যামি আইওএমে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

আরো..