https://www.a1news24.com
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১

৭ থেকে ১৩ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কার্যক্রম বিঘ্নিত হওয়ার শঙ্কা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম কিছুটা বিঘ্নিত হতে পারে। গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত তানজিনা সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোলার আউটরেজের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কার্যক্রম অন্তত ৭ দিন সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

এতে বলা হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ থেকে ১০টা ২ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫১ থেকে ১০টা ৩ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ২ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫২ থেকে ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম হালকা বিঘ্নিত হতে পারে।

মূলত, প্রাকৃতিক কারণে সাময়িক এ বিঘ্ন ঘটতে পারে। এজন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল।

আরো..