https://www.a1news24.com
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮

৭১তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয় চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভার

বিনোদন ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। শনিবার রাতে বসেছিল ৭১তম সে আসসের গ্র্যান্ড ফিনালে। সেখানে ১১৫ দেশের প্রতিযোগীকে হারিয়ে ‘মিস ওয়ার্ল্ড-২০২৪’ খেতাব জিতে নিলেন চিক রিপাবলিকের সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা।

এর আগে ২০০৬ সালে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট গিয়েছিল চেক রিপাবলিকে। সে বার চ্যাম্পিয়ন হয়েছিলেন তাতানা কুচারোভা। দীর্ঘ ১৭ বছর পর ক্রিস্টিনা পিসকোভার হাত ধরে দ্বিতীয়বারের মতো ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতল চেক রিপাবলিক। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় ৭১তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে। সেখানে গতবারের বিজয়ী করলিনা বিয়েলস্কা এবারের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

চেক রিপাবলিকের বাসিন্দা ক্রিস্টিনা পিসকোভার বয়স মাত্র ২৫ বছর। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি তার জন্ম। তিনি পেশায় একজন মডেল। এর আগে তিনি ২০২২ সালে নিজ দেশ থেকে ‘মিস চেক রিপাবলিক’-এর খেতাব জয় করেন।

এদিকে, ২৮ বছর পর আরও একবার ভারতে অনুষ্ঠিত হলো ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’। এবারের আসরে মোট ১১৫টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা।

এবারের আয়োজনের শুরু থেকেই ভারতজুড়ে ছিল দারুণ উন্মাদনা। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা।

এছাড়া ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সাইদ, বিনিত জৈন। উপস্থিত ছিলেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী ভারতীয় সুন্দরী মানষী চিল্লারও।

মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এদিনের অনুষ্ঠান নাচে-গানে মাতিয়ে তোলেন শান, নেহা কক্কর ও টনি কক্করের মতো শিল্পীরা।

আরো..