বিনোদন ডেস্ক: টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ হয়েছিল তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। গত ১৯ মার্চ রাতে একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসায় হার্টে ব্লক ধরা পড়েছিল। পরে শরীরে পেসমেকার বসানো হয়।
এবার জানা গেল হাসপাতাল থেকে গত ২২ মার্চ বাড়ি ফিরেছেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সব্যসাচী হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানায়নি তার পরিবার। পুরো বিষয়টি একদমই গোপন রাখা হয়েছিল।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা সব্যসাচী। এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। এ ব্যাপারে অভিনেতার ছেলের স্ত্রী ঋদ্ধিমা ঘোষ জানিয়েছেন, এখন ভালো আছেন তারকা। চিকিৎসকরা আপাতত কয়েকদিন বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছেন তাকে।
এদিকে দোল পূর্ণিমার আগে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ায় এখন খুশির বাতাস বইছে অভিনেতার বাড়িতে। সুস্থ হয়ে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমার শুটিং শুরু করবেন টালি তারকা সব্যসাচী।