https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৩

হারাগাছ হক বাজারে একটি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষনা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার হরাগাছ পৌর সভায় মেরী স্টেপস্ হেল্থ সোসাইটি ডায়াগনষ্টিক সেন্টার পরিবেশ সম্মত নয় ও অনিয়মতান্ত্রীক ভাবে পরিচালনা করায় মঙ্গলবার একটি অভিযানিক দল সরেজমিনে গিয়ে বন্ধ ঘোষনা করেন।

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে হরাগাছ পৌর সভার সারাই হক বাজার মালিহা মার্কেটে অবস্থিত মেরী স্টেপস হেলথ সোসাইটি ডায়াগনষ্টিক সেন্টারটি মানম্মত নয়, লাইসেন্স এর কপি নাই, তথ্য প্রদানকারীর ছবি নাই, রিয়াজেন্টের ডেট নাই, ফ্রিজ নষ্ট সর্বপরি ডায়াগনষ্টিক সেন্টারের পরিবশে না থাকায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি অভিযানিক দল সরেজমিনে গিয়ে ডায়াগনষ্টিক সেন্টারটি বন্ধ ঘোষনা করে তালা লাগিয়ে দেয়। অভিযানের নেতৃত্ব দেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুন তাহিরিন। এসময় তার সাথে ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ হুমাউন কবির ও এমটি ল্যাব মোঃ সাইফুল ইসলাম। ডাঃ সাদিকাতুন তাহিরিন জানান, এই অভিযান অব্যহত থাকবে। এলাকবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।

আরো..