https://www.a1news24.com
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪১

হাথুরুসিংহেকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য সুজনের, বিসিবিকে করলেন অনুরোধ

স্পোর্টস ডেস্ক: বিভিন্ন সময়ে দল পরিচালক হয়ে দায়িত্ব পালন করলেও জাতীয় দলের সঙ্গে আর কাজ করতে চান না খালেদ মাহমুদ সুজন। সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহেকে নিয়েও করেছেন বিস্ফোরক মন্তব্য। একই সঙ্গে বিসিবি সভাপতিকে বিশেষ অনুরোধও করেছেন তিনি।

হাথুরুসিংহেকে বিশ্ব সেরা কোচ হলেও সেটি তার কাছে মূল্যহীন বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও ঢাকা আবাহনীর কোচ সুজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো ক্রিকেট পছন্দ করি। এতগুলো ট্যুর করার পর আমার কাজটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ওই দায়িত্বে রাখার কোন মানে হয় না। আমি তো বাংলাদেশ দলের সঙ্গে ঘুরতে যাই না। আমি বিদেশ অনেক ঘুরেছি, বিদেশ ঘুরার কোনো ইচ্ছাই নাই আমার। হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা আমার কাছে কোন মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে।’

এসময় বিসিবি সভাপতির কাছে সুজন অনুরোধ করেন তাকে যেন নতুন করে কোনো দায়িত্ব দেয়া না হয়। বিসিবি বস অনুরোধ করলেও জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও মন্তব্য করেন আবাহনী কোচ।

তিনি বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

বিসিবি সভাপতির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে সুজন আরও বলেন, ‘পাপন ভাই আমার অধিনায়ক। উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’

আরো..