লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার ২০ ইউনিয়নের ছাত্র ও যুবসমাজের বেকারত্ব দূরীকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তরুণ উদ্যোক্তাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার অডিটরিয়াম হলরুমে যুব সমাজ অনুষ্ঠানটি আয়োজন করেন। এসময় অত্র হাতীবান্ধা উপজেলার যুব সমাজ এবং বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ৬ মাসের মধ্যে হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার ২০টি ইউনিয়নে কমপক্ষে ২০০ জন বেকার ছাত্র ও যুবককে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলা। প্রতিটি ছাত্র ও যুবকের মাঝে রয়েছে এক অপার সম্ভাবনা তাই আমরা আপনাদের ভিতরে লুকায়িত স্বপ্নগুলো জানতে চাই। আপনাদের স্বপ্ন পূরণে আপনাদের হাত ধরতে চাই। মন খুলে কথা বলুন আমাদের সেমিনারে। অবশ্যই আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়াগুলো নিয়ে আসবেন এবং উপস্থাপন করবেন আমাদের সামনে।
পাশাপাশি অত্র হাতীবান্ধা পাটগ্রামের মেধাবী ২০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির কার্যক্রম শুরু করেছেন। আগামীতে হাতীবান্ধা-পাটগ্রামে মেডিকেল ও বুয়েটে যারা চান্স পাবে তাদেরকেও শিক্ষাবৃত্তি প্রদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠক ও সমাজসেবক প্রধান আলোচক শিহাব আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হাতীবান্ধা থানা (তদন্ত) অফিসার নির্মল চন্দ্র মোহন্ত, শিক্ষক ও প্রবীণ সাংবাদিক আলী আক্তার গোলাম কিবরিয়া,নাজমুল কায়েস হিরু,গোলজার হোসেন,কাওলাদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় শিহাব আহমেদ বলেন,আমি বড়খাতা বাজারে সবজি বিক্রি করতাম,এখন আমার ২৫ টা প্রতিষ্ঠান। আমার ছোট থেকে ইচ্ছা ছিল বড় হওয়ার তাই জীবনের শুরু থেকেই মেধা ও শ্রম কাজে লাগিয়ে আমি প্রতিষ্ঠিত। আমি আমার সমাজের বেকার যুবকদের নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি হাতীবান্ধা ও পাটগ্রামের প্রতিটি পরিবারের একজন করে উদ্যোগ তৈরি করা হবে। আমাদের লক্ষ্য সামনে তরুণদের এগিয়ে নিতে যা ব্যবস্থা করা প্রয়োজন তা করা হবে।তিনি আরো বলেন,গরুও মুরগি পালন মাশরুম,কৃষি,ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ গ্রহণ করে একজন বেকার যুবকে স্বাবলম্বী করে তুলবেন।