মোস্তাফিজুর রহমান হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধিঃ শুক্রবার (০৩ জানুয়ারী ) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। পুলিশ সুত্রে জানাযায় লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ৪ ছাত্রলীগ নেতা হলেন,হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন,সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন,উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু।
অভিযোগ সুত্রে,সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুরের মামলায় ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।