ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি কটুক্তিমূলক বক্তব্য রাখার প্রতিবাদে গত মঙ্গলবার ৮ অক্টোবর বিকাল ৪ টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ক্লাব পয়েন্টে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ৭নং লক্ষ্মণাবন্দ ইউনিয়ন ও ১নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হাজী মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও জোবায়ের আহমদ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদ সভাপতি জনবন্ধু ডা. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, গণদাবী পরিষদ লক্ষ্মণাবন্দ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, মাওলানা আব্দুস শহীদ, জয়নাল আবেদীন, বশির উদ্দিন মেম্বার, আব্দুর রহিম নান্টু, আজির উদ্দিন, তাজ উদ্দিন, মাওলানা রশিদ আহমদ, ডা. জয়নুল ইসলাম খান, ডা. কামাল আহমদ, ডা. নুরুল হক, আব্দুর রহিম চৌধুরী রিপন, যুবায়ের আহমদ রুহেল, তফজ্জুল হক, ইছাক আলী প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা হিফজুর রহমান। সভা শেষে দোয়া পরিচালনা করেন জাঙ্গাঁলহাটা-পালপাড়া মাদ্রাসার মাহতামীম হাফিজ মাওলানা যুবায়ের আহমদ।
সভায় বক্তাগণ হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি কটুক্তিকারী পুরোহিত মোহন গৌরীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।