ক্রীড়া ডেস্ক: নাটকীয়তে শেষই হচ্ছে না পাকিস্তান ক্রিকেটে। নানা নাটকীয়র পর পাকিস্তান ক্রিকেটে সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করে পিসিবি। এর ২৪ ঘণ্টা না পেরোতেই এলো নতুন খবর। পদত্যাগ করেছেন দলটির সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই একটি বিবৃতি দেবে পিসিবি। চলতি বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব নেন কারস্টেন। তবে মাত্র ৬ মাসের মধ্যেই পদত্যাগ করলেন ওয়ানডে বিশ্বকাপজয়ী এই কোচ।
টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ কারস্টেনের সঙ্গে পিসিবির সম্পর্কে ফাটল কয়েক দিন আগে থেকেই ধরতে শুরু করেছে। এর কারণ দল নির্বাচনে কোচদের ভূমিকা বাদ দেওয়া।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দল আর অধিনায়ক নির্বাচনে নিজের মতামত দিতে চেয়েছিলেন কারস্টেন। কিন্তু পিসিবি তার কোনো মতামত না নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে দল ও অধিনায়ক নির্বাচন করেছে। অধিনায়ক ঘোষণার সংবাদ সম্মেলনে ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এবং নির্বাচক কমিটির দুই সদস্য আকিব জাভেদ ও আজহার আলী। সেই সময় কারস্টেন পাকিস্তানেই ছিলেন না।
আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের কোচের দায়িত্বে কে থাকবেন, সেটা এখনো পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, আপাতত সাদা বলের জন্য গিলেস্পিকে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। পাকিস্তানের সাদা বলের কোচ হওয়ার একটা ইচ্ছা অনেক দিন ধরে আছে নির্বাচক আকিব জাভেদেরও।
অস্ট্রেলিয়া সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবে পাকিস্তান। মেলবোর্নে ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।