শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ’ সিলেটে জেলা শাখার আয়োজনে শুক্রবার শহরতলীর নালিয়া শ্রীমন্দিরে আনন্দঘন পরিবেশে সৎসঙ্গ বনভোজন উৎসব পালিত হয়। উৎসব পরিচালনায় শ্রী অচিন্ত্য কুমার রায়কে আহবায়ক করে শ্রী দেবাংশু রঞ্জন তালুকদার, শ্রী বিপ্রেশ রায়, শ্রী বানা বিশ্বাস ও শ্র সামন্ত তালুকদারকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির নেতৃত্বে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসব চলে। দুপুর ২টায় প্রসাদ গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোর, যুবক-যুবতী ও বয়স্কদের খেলায় অংশ গ্রহণ করেন। বনভোজন চলকালীন সময়ে খেলায় অংশগ্রহণ কারীদের এবং প্রতিটি সৎসঙ্গ পরিবারকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় প্রার্থনার মধ্যে দিয়ে বনভোজন উৎসবের সমাপ্তি হয়। উক্ত বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ’ সিলেটে জেলা শাখার সভাপতি শ্রী চন্দন সাহা, সহ-সভাপতি শ্রী সুকেশ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক শ্রী রাসেন্দ্র নারায়ন তালুকদার, দীপন রায়, সুজন রায়, বিপ্রেশ রায়, সঞ্জয় রায়, বীরেশ রায়, বিজীত রায়, ইন্দ্রজিত চৌধুরী প্রখুম। বনভোজনে ৫৫টি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ভোর ৫:৫৪