“স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের অংশগ্রহণ ব্যতিত উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন-লক্ষ্য সেটাকে বাস্তবায়ন করতে সকল ক্ষেত্রে নারীদের সমানতালে অংশগ্রহণ জরুরী। এজন্য দরকার নারীদের ক্ষমতায়ন করতে হবে। নারী ক্ষমতায়নের জন্য যা যা করা দরকার সবই করবে সরকার।
শুক্রবার (১৫ মার্চ) জাতীয় মহিলা সংস্থা আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যেক্তাদের বিকাশ সাধনের প্রকল্প’-এর অধীনে আয়োজিত তিনদিন ব্যাপি এ মেলা নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রভাষ চন্দ্র রায়, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আব্দুল জব্বার জলিল।
জান্নাতুল নাজনীন আশার উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ ও স্বাগত বক্তব্য দেন শাহ মো. আলী আকরাম।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ বলেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ২০২১ সালে জাতীয় মহিলা সংস্থা এ প্রকল্প চালু করে। এ প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর সুযোগ প্রদানের লক্ষে এ উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে।
সিলেটের মালঞ্চ কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এ মেলায় রয়েছে তৃণমূল পর্যায়ে নারীদের উৎপাদিত হস্ত-কারু সহ নানা পণ্যসামগ্রী। মেলাটি চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।