https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:১৩

স্পেনকে উড়িয়ে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক: অলিম্পিক ফুটবলে ব্রাজিলের মেয়েরা সবশেষ ফাইনালে ওঠেছিল ২০০৮ সালে। আরও একবার ফাইনালে ওঠার লক্ষ্যে গতকাল মাঠে নেমেছিল দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বিশ্বচ্যাম্পিয়নদের ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ব্রাজিল। ১৬ বছর পর ফাইনালে তারা খেলবে রেকর্ড চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

ব্রাজিলের বর্তমান দলটির সবথেকে বড় তারকা মার্তা। কার্ডজনিত নিষেধাজ্ঞায় সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের হয়ে সবথেকে বেশি গোল করা এই তারকা। তবে মার্তা না থাকলেও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ঠিকই গুড়িয়ে দিয়েছে ব্রাজিল।

স্পেনের বিপক্ষে এই ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোল এগিয়ে দেয় ব্রাজিলকে। স্প্যানিশ ফুটবলার ইরিনি পারদেসের গায়ে লেগে বল জালে জড়ালে লিড পায় ব্রাজিল।

আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান ২-০ করে প্রথমার্ধ শেষ করে ব্রাজিলের মেয়েরা। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান গাবি পোর্তিলহো। ২ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ম্যাচের ৭৩ মিনিটে ফের এগিয়ে যায় ব্রাজিল।

৭৩ মিনিটে আদ্রিয়ানার গোলে স্কোরলাইন ৩-০ হওয়ার পর এক গোলের দেখা পায় স্পেন। ৮৫ মিনিটে সালমা পারালুয়েলো গোল করে স্পেনকে কিছুটা আশা দিলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশ মেয়েদের। ম্যাচের যোগ করা সময়ে আরও একবার জালের দেখা পেয়ে যায় ব্রাজিল। এরপর স্পেনও আরও একটি গোল করতে পারলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

আরো..