অনলইন ডেস্ক: স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর না যেতেই বিয়েবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। এরইমধ্যে স্বামী মোহাম্মদ সিদ্দিকের সঙ্গে তার কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় স্বামী সিদ্দিকের সঙ্গে উদ্যোক্তা তনির ছড়িয়ে পড়া ছবি নিয়ে নানা সমালোচনা ও চর্চা হতে দেখা যায়। যদিও এ পর্যন্ত বিয়ের সত্যতা নিশ্চিত করেননি তনি। তবে তার স্বামীর ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট ঘুরে নিশ্চিত হওয়া গেছে যে, তারা বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন।
উদ্যোক্তার স্বামী ফেসবুকে লাইফ ইভেন্টে তনির সঙ্গে বিয়ের পোস্ট দিয়েছেন। এরপরই অন্য একটি পোস্টে তাদের বিয়ে নিয়ে হওয়া নানা সমালোচনার ব্যাপারে কথা বলেছেন সিদ্দিক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ফেসবুকে তনির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সিদ্দিক লিখেছেন, গতকাল (সোমবার) একটি পোস্ট শেয়ার করে আমি ঘোষণা করেছি যে, তনি এখন থেকে আমার স্ত্রী। এরপর থেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় আমাদের বিয়ে একটি সাবজেক্ট হয়ে উঠেছে। আমি সত্যিই সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। অনেকেই এমন কিছু ব্যাপারে ধারণা ও মতামত তৈরি করছেন, যা তারা জানেন না।
সিদ্দিক লিখেছেন, কেউ কেউ আমার অতীত, সাবেক স্ত্রী এবং বিশেষ করে আমার সন্তানদের প্রসঙ্গ তুলে ধরছেন, যারা নাবালক এবং তাদের কখনোই সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিংয়ের অংশ করা ঠিক নয়। ২০১৯ সাল থেকে ৬ বছর হয়েছে যখন আমার জীবন বদলে যায় এবং আমার বিয়েবিচ্ছেদ হয়েছে।
তিনি লিখেছেন, আমার সাবেক স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং তিনি নিজের জীবনযাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা ও শান্তি প্রাপ্ত। অনুগ্রহ করে বিষয়টি বুঝুন।
এরপর নারী উদ্যোক্তা তনিকে বিয়ের ব্যাপারে কথা বলেছেন সিদ্দিক। তিনি লিখেছেন, আমি ও তনি দু’জনই প্রাপ্তবয়স্ক। আমাদের একসঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করার অধিকার রয়েছে। তনি একজন বিধবা এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা শুধু ভালোবাসা বেছে নিয়েছি। আর এটি এমন কিছু, যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে। আসুন, আমরা দয়া ও ইতিবাচকতার দিকে মনোযোগ দেই। আমাদের যারা সাপোর্ট করছেন এবং আমাদের ব্যক্তিজীবনকে সম্মান করেন, তাদের সবাইকে ধন্যবাদ।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তনির দ্বিতী স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইনের। তাদের দু’জনার মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে বিভিন্ন সময় নানা সমালোচনা হয়েছে। ফেসবুক লাইভে এলে ট্রলের মুখেও পড়তে হয়েছে তনিকে।
প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে বিচ্ছেদের পথে হাঁটেন তনি। তারপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। এ বিয়ে শুরুতে পরিবার থেকে মেনে নেয়া না হলেও পরবর্তীতে সব মিটমাট করে নিয়েছিলেন নারী উদ্যোক্তা তনি।