https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০২

সুন্দর জীবন গঠনে- ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও নৈতিক শিক্ষার বিকল্প নেই

অনিরুদ্ধ রেজা: নৈতিক ও মানবিক পুলিশিং এর পথ ধরে ৬মে’২৫ মঙ্গলবার এমন মন্তব্য করেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। তিনি কচাকাটা বল্লভেরখাস ইউনিয়নের মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা পরিদর্শনে গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন।

ওসি নাজমুল আলম ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে সময়ের যথাযথ ব্যবহার, নৈতিক মূল্যবোধ চর্চা ও নারী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এসব শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য।”

প্রশাসনিক ব্যস্ততা সামলেও শিক্ষার্থীদের মাঝে এমন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে ওসি নাজমুল আলম বলেন, আমার থানা এলাকার প্রতিটি ছাত্র-ছাত্রীকে সুন্দর জীবন গঠনে সহায়তা ও সচেতন করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো..