সুনামগঞ্জ প্রতিনিধি: ব্যবসায়ীর কাছে ১লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বিশ্বম্ভরপুর বরাবরে ‘কালের নিউজ২৪’ এর ব্যবস্থাপনা স¤পাদক কথিত সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের বাসিন্দা। গত রবিবার (৭ অক্টোবর) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার গ্রামের তাজ্জত আলী লাল’র ছেলে মো: ইয়াকুল ইসলাম বাদী হয়ে আদালতে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং- ২৭৩। মামলায় কথিত সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবুকে প্রধান আসামি করে তার আরও তিন সহযোগীকে এই মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন একই গ্রামের মৃত হাছু খাঁ’র ছেলে আলতাব হোসেন, আলতাব হোসেনের ছেলে রুমান মিয়া, আব্দুল হাসিমের ছেলে কাজল মিয়া। বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, ধনপুর ইউনিয়নের শিলডোয়ার গ্রামের তাজ্জত আলী লাল’র ছেলে মো: ইয়াকুল ইসলাম চিনাকান্দি রাস্তার পয়েন্টে গ্রাম্য ফার্মেসীর ব্যবসা করে আসছেন। গত ২০ সেপ্টেম্বর ঘটনার তারিখ ও সময়ের ২ দিন পূর্বে আসামীগন বাদীর বাড়ীতে ঘরে এসে এক লাক্ষ টাকা চাঁদা দাবী করেন। এসময় বাবু বাদীকে এক লক্ষ টাকা চাঁদা না দিলে তাকে এই বাজারে গাড়ী চালাতে দেবে না এবং সুনামের সাথে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দেয় ঐ সাংবাদিক। পাশাপাশি পত্রিকায় উল্টাপাল্টা লিখে সুনাম নষ্ট করে ফেলা এবং র্যাবের হাতে ধরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। ২ দিন পরে অর্থাৎ ঘটনার তারিখ ও সময়ে ১নং আসামী (মোস্তাফিজুর রহমান বাবু) বিভিন্ন পত্রিকায় মাদক ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি মিথ্যা তথ্য সম্বলিত নিউজ করে ঐ কথিত সাংবাদিক। শুধু তাই নয় এর আগে সিলেটের বিশ্বনাথ উপজেলার কাউপুর গ্রামের মৃত সুধীর দেবের ছেলে শিন্টু দেব বাদী হয়ে গত ৪ মার্চ একটি নোহা গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে কথিত সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবুসহ ৪ জনের নামে মামলা দায়ের করা হয় আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বিশ্বম্ভরপুর আদালতে। যার সিআর মামলা নং- ২৬৩/২৬। ঐ মামলার ৪ নাম্বার আসামি মোস্তাফিজুর রহমান বাবু। মামলার বাদী মো: ইয়াকুল ইসলাম জানান, আসামীদের চাহিত মতে চাঁদা না দেওয়ায় পর¯পর যোগসাজসে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য এহেন মিথ্যা খবর প্রচার করে। আমার নামে ইতিপূর্বে কোনো ধরনের মামলা মোকদ্দমা নাই। মুস্তাফিজুর রহমান বাবু হলুদ সাংবাদিকতার নামে একজন চাঁদাবাজ, ভূয়া ও অসত্য সংবাদ প্রচার করে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা আদায় করা তার পেশা এবং নেশা। অন্যান্য আসামীগণ ১নং আসামী বাবুর সহযোগী হিসাবে দীর্ঘদিন যাবৎ এলাকায় মানুষকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে বলেও তিনি জানান। আপোষ মীমাংসার চেষ্টায় মামলা দায়েরে বিলম্বের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, বিকাল ৩:৫৯