https://www.a1news24.com
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮

সুজেয় শ্যামের অবস্থা বর্তমানে সংকটাপন্ন

বিনোদন ডেস্ক: ভালো নেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত এ সংগীতজ্ঞের অবস্থা বর্তমানে সংকটাপন্ন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) গত চার মাস ধরে চিকিৎসাধীন ছিলেন সুজেয় শ্যাম। বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ চৌধুরী মেশকাত আহমেদের তত্বাবধানে আছেন তিনি।

সুজেয় শ্যামের শারীরিক অবস্থা নিয়ে তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম সংবাদমাধ্যমকে বলেন, ‘বাবার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই। তার হার্টে (হৃদযন্ত্র) ‘পেসমেকার’ (ইলেকট্রনিক ডিভাইস) বসানো হয়েছিল। চিকিৎসকরা বলেছেন সেখানে ইনফেকশন হয়েছে। ইনফেকশন এখন রক্তে ছড়িয়েছে।’

এরপর বলেন, ‘আগের চেয়ে শ্বাস কষ্টও বেড়েছে। এমনতিতেই বাবা ক্যানসারের রোগী। ডায়বেটিসও অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও আছে। তাই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয় ডাক্তারদের। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন। সবমিলিয়ে বাবা অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। সবার কাছে তার জন্য দোয়া চাই।’

স্বাধীন বাংলাদেশের প্রথম গানের সুরকার সুজেয় শ্যাম। পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর সুর করেন সে গানে। এ গানের মাধ্যমে ইতি টানা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। ‘বিজয় নিশান উড়েেছ ওই’ শিরোনামের সে গানের কথা ছিল গীতিকার শহীদুল আমিনের।

আরো..