নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ফুটপাত দখল মুক্ত করায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আইনশৃঙ্খলাবাহীন কর্মকর্তা এবং সংশিষ্টদেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে সাধারণ জনগণের চলাচলের রাস্তা ফুটপাত দখল করে হকার্সরা ভাসমান ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই প্রেক্ষিতে সিলেটের ব্যবসায়ীরা সিসিক কর্তৃপক্ষে ফুটপাত দখল মুক্ত করতে দাবী জানিয়ে আসছিলেন। সেই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রচেষ্ঠা অবশেষে ফুটপাত দখল মুক্ত হলে। আমরা সিলেটের ব্যবসায়ীবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে সিলেট ব্যাপক হারে অবৈধ অটোরিকশা (সিএনপি) স্ট্যাান্ড বৃদ্ধি পেয়েছে যার কারণে নগরীতে চরম হারে যানজট সৃষ্ঠি হয়। আমরা আশা প্রকাশ করি সিসিক মেয়র ও আইনশৃঙ্খলাবাহিনীর চেষ্ঠা সেই সমস্যা থেকেও নগরবাসী মুক্তি পাবেন। এবং ফুটপাত দখল মুক্ত থাকবে প্রাণ ফিরে পাবে সিলেটবাসীর প্রিয় নগরী।
বিবৃতি দাতা হলেন সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার আহবায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার সদস্য সচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম দপ্তর সম্পাদক মো. নাহিদুর রহমান, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিয়াজ আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুর মল্লিক মুন্না, মিরাবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ফয়েজ আহম দৌলত, লালবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি জায়েদ খান, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক মো. মঞ্জুর আহমদ, কালিঘাট ডাক বাংলা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জায়েদ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহ আহমেদুর রব, কেন্দ্রীয় নজরুল ইসলাম সুমন, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি রাসেল আলী, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আলী আফিক, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফুয়াদ বিন রশিদ, ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ আহমদ, সাধারণ সম্পাদক রাজু আহমদ, দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মাশুক আহমদ, সদস্য ও নয়াব আলী ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিদুল হক, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুফতি নেহাল, ওয়াহিদ ভিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন সুমন, ওয়েস্ট ওয়াল্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব এস, মুক্তিযুদ্ধা গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমদ। বিজ্ঞপ্তি