https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৭

সিলেট-৩ আসনের মানুষ পরিবর্তন চায়,ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায় — নজরুল ইসলাম

সিলেট-৩ (দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,জমিয়তের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য,আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম বলেছেন,“সিলেট-৩ আসনের মানুষ আজ পরিবর্তন চায়, তারা ন্যায়ভিত্তিক ও আদর্শ নেতৃত্ব চায়। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও দোয়া নিয়ে আমরা সেই পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছি।”

তিনি বলেন,“জমিয়ত কখনো ক্ষমতার রাজনীতি করেনি, করেছে নীতির রাজনীতি। আমরা জনগণের অধিকার, ইসলামি মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে অটল ছিলাম,ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

গতকাল শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া নয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত ঘিলাছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঘিলাছড়া ইউনিয়ন জমিয়তের সভাপতি হাফিজ আবু সুফিয়ান এবং পরিচালনা করেন ইউনিয়ন যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মুফতি মুতাহির আলী, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সমাজসেবা সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শরীফ আহমদ শাহান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী নেতা আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা দক্ষিণের সহ-সভাপতি কে এম তাহমীদ হাসান, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম, জিসান আহমেদ প্রমুখ।বিজ্ঞপ্তি।

আরো..