https://www.a1news24.com
১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬

সিলেট স্টেশন ক্লাবের মহিলা পরিষদের বর্ষবরণ অনুষ্ঠিত

বাংলা নববর্ষের উৎসব-আমেজে মেতে ওঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য ১৪৩১ বাংলাকে বরণ করে নিতে এবং বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্ণিল আয়োজনে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের মহিলা উপ-পরিষদের উপদেষ্টা কমিটির আহবায়ক নাজনীন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের মহিলা উপ-পরিষদের আহবায়ক মৌসুমী সেন।
বর্ষবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন ক্লাব সদস্যদের সন্তানরা ও সিলেটের আমন্ত্রিত শিল্পীরা।

অনুষ্ঠানে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট একেএম মামুনুর রশীদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (ক্রীড়া) মুফতি এ এস শামীম আহমদ, পরিচালক (বিনোদন) মিসবা উদ্দিন চৌধুরী রুপন, পরিচালক (সাংস্কৃতিক) গৌতম চক্রবর্তী। মহিলা উপ-পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য নাইমা আফরিন লিপি, রেবেকা ইয়াসমিন, অর্চনা বণিক, পাপিয়া দে, কৃষ্ণা রাণী চন্দ, সানজিদা খানম, উপদেষ্টা পরিষদের সদস্য রেজোনা ইসলাম চৌধুরী, জেবুন নাহার সেলিম, রওনক জাহান, বনানী দাস। এছাড়াও ক্লাবের নবীণ প্রবীন ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো..