https://www.a1news24.com
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪০

সিলেট মহানগর বিএনপি ঢেউটিন বিতরণ

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দ্বিতীয় দফা ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি। শনিবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর আম্বারখানাস্থ গোল্ডেন টাওয়ারে ঢেউটিন বিতরণ করা হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দ্বিতীয় দফা ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি জনগণের দল, মহান মুক্তিযোদ্ধের মহানায়ক জিয়ার গড়া দল। তাই মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দুঃখ-কষ্টের সময় বিএনপি সামর্থমতো কাজ করে যাচ্ছে। অতীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তাই করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করবে। ইনশাল্লাহ

ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মুর্শেদ আহমদ মুকুল, মতিউল বারী খুর্শেদ, সাদিকুর রহমান সাদিক, মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, বিএনপি নেতা রহিম মল্লিক, নাজিম উদ্দিন, সবুর আহমদ, লুৎফুর রহমান মোহন, মিজান আহমদ, মো. বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম রফিক, রাসেল আহমদ খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন অনিক, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম জীবন, হাবিব আহমদ, সাজু গাজী প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো..