সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় শুক্রবার (২৯মার্চ) নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক বেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ সভাপতি তারেক আহমদ, সহ সভাপতি নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মিসবাহ আহমদ, সহ কোষাধ্যক্ষ কাসেম আহমদ জনি, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য জসিম উদ্দিন শহিদুল ইসলাম, ইকবাল হোসেন হাবিব, হাসিব আহমদ স্বপন, ওমর ফারুক, আক্তার হোসেন, সাইফুল ইসলাম লিটন।
দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইফতার পূর্বে দোয়া করেন মাওলানা শাহিনুর রশিদ শাহিন।ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা নব নির্বাচিত কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ও বিপদে আপদে এই কমিটি অতীতের ন্যায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।