https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:০৭

সিলেট নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মেয়র আরিফুল হক

সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পালনের আহবান জানান।

আজ শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। সিলেটবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে আমি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’

ঈদ শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, ‘সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নাজুক। দেশও একটি পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সময় সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’ তিনি সবাইকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে একটি সমতার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহবান জানান।

আরো..