https://www.a1news24.com
২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬

সিলেট জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এবং সিলেট জেলা শাখার সভাপতি রেজাউল করিম নাচনের নির্দেশক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদরাসার শিক্ষার্থীদের সাথে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৫ রামাদ্বান, ১৬ মার্চ ২০২৫ইং, রবিবার নগরীর তাঁতীপাড়াস্থ শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টাঃ মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর পরিচালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন, শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টাঃ মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব।

এ সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আশরাফ আরমান, সহ-সভাপতি মাসুম আহমদ, রাসেল আহমদ, আব্দুল মুমিন মামুন, বিএনপি নেতা জমির উদ্দিন, শামীম আহমদ, সিনিয়র সদস্য কবির উদ্দিন, মজলু মিয়া, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত তুহিন, জেলা শাখার সদস্য জিয়াউল হক জিয়া, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি মামুন-আর-রশিদ (স্বপন), সহ-সভাপতি জুবায়ের ওয়াসিত, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ কামরান হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ আরাফাত নাঈম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম (পারভেজ) প্রমুখ।

আরো..