যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ডিলার ও ডিস্ট্রিবিউটর পরিবারের পক্ষ থেকে কোম্পানীর সিলেট অফিসের উপব্যবস্থাপক সমিত বড়ুয়ার বিদায় ও নবাগত উপব্যবস্থাপক খায়রুল কবিরের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের কোথাও জ্বালানি তেলের সংকট না থাকলেও সিলেটে সারা বছরই এই সংকট লেগে থাকে। যার জন্য ব্যবসায়ীরা মারাত্বক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বক্তারা, চট্টগ্রাম থেকে তেল সরবরাহের পাশাপাশি সিলেট গ্যাস ফিল্ড থেকে ও শেরপুরে ভাসমান ডিপো স্থাপন করে সিলেটের ব্যবসায়ীদের তেল সরবরাহ করার জোর দাবী জানান।
বুধবার (০১ জানুয়ারি) রাতে নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলে একটি অভিজাত কনভেনশন হলে এই বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশন সিলেটের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের উপব্যবস্থাপক প্রদীপ কে পাল, মেঘনা অয়েল কোম্পানী লিমিটেডের উপব্যবস্থাপক শাহীন আলম, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশন সিলেটের সহ-সভাপতি সিরাজুল হুসেন আহমদ, খান মোঃ ফরিদ উদ্দিন (বাবর), কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী (সাহেদ), কার্যকরী সদস্য লোকমান আহমদ মাসুম, জুবের আহমেদ চৌধুরী (খোকন), রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফজালুর রহমান চৌধুরী খালেদ, মোঃ ইউনুস মিয়া, মোহাম্মদ সানোয়ার আলী প্রমুখ। অনুষ্টানের শেষ পর্যায়ে বিদায়ী ও নবাগত উপব্যবস্থাপককে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।