https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। তিনি বলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে।

আরো..