বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে ত্রিশ বছর আগের স্মৃতিতে ডুব দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ফেইসবুকে একটি পুরনো ছবি পোস্ট করেছেন জয়, যেখানে আছেন সালমান শাহ, জয় এবং আরেকটি মেয়ে।
ছবির সঙ্গে পোস্টে জয় নিজেও স্মৃতিকাতর হয়েছেন, আপ্লুত করেছেন সালমান শাহর অনুরাগীদের। তাদের অনেকেই ছবির নিচে মন্তব্য করে প্রয়াত নায়কের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
জয়ের পোস্ট থেকে জানা গেছে, প্রয়াত পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ‘স্নেহ’ সিনেমার কিছু দৃশ্যের শুটিং হয়েছিল রাজধানীর শ্যামলীর একটি বাড়িতে। সেখানে শুটিং দেখতে গিয়েছিলেন কিশোর জয়। ওই সময় ছবিটি তোলা হয়েছিল।
জয় বলেছেন, “কত ছবি পৃথিবীতে তুলেছি। কত ছবি কতজন তুলে। কিছু কিছু ছবি হয়ে যায় অমর। ওই সময় আমার বয়স, আমার স্বপ্ন, আমার ওই দিনগুলো আমি আর কখনো ফিরে পাবো না। ৩০ বছর আগের এই ছবিটি দেখে মনে হচ্ছে এইতো সেই দিন।”
আপ্লুত জয় আরো বলেন, “ভেজা চোখ সিনেমার গানটি মনে পড়ছে। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও, যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও , পাবেনা সময় আর হয়তো।”
‘স্নেহ’ সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পায়। সেখানে সালমান শাহ ছাড়াও শাবানা, আলমগীর, মৌসুমী ও হুমায়ুন ফরীদিসহ আরো অনেকে অভিনয় করেছেন।
মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালে দুনিয়া ছেড়ে চলে চলে যান সালমান শাহ। বেঁচে থাকলে তার বয়স হত ৫৩ বছর। ‘মৃত্যু রহস্য, অভিনয়, ফ্যাশন’ নিয়ে সব প্রজন্মের কাছেই চর্চিত নাম সালমান শাহ।
চার বছরের অভিনয় ক্যারিয়ারে সালমান ২৭টি সিনেমা করেন। এর মধ্যে ১৩টিতেই তার সঙ্গে জুটি বাঁধেন একসময়ের নায়িকা শাবনূর। সালমান-শাবনূর জুটির বেশির ভাগ সিনেমা ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি হয় জনপ্রিয়।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে সালমান শাহের জন্ম। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। তার পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন।
বিনোদনজগতে সালমানের যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে। গানও গাইতেন, ছায়ানটের পল্লীগীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন এ নায়ক।
সালমান শাহকে চলচ্চিত্রে নিয়ে আসেন প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহান। নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ করে ১৯৯৩ সালে বাজিমাত করে দেন সালমান।
এরপর ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমপিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’ সালমানের উল্লেখযোগ্য কাজ।