বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি হামলার ঘটনায় কেঁদে ভাসিয়েছেন ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। যেখানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতি অনুরোধ করে কাঁদতে দেখা গেছে রাখিকে।
পিংকভিলার ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিষ্ণোই গ্যাংয়ের কাছ হাত জোড় করে কাঁদছেন রাখি। এসময় তিনি বলেন, ‘ওনাকে ছেড়ে দিন। দয়া করে সালমান খানকে মারবেন না। তার এখনও পর্যন্ত নিজের সংসার হয়নি। ’
সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ। এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে। অভিনেতার পরিণতিও সিধু মুসেওয়ালার মতোই হবে, এমন বার্তাই লেখা ছিল সেই মেইলে। এদিকে সালমানের বাড়িতে গুলি চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।