https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৪

দেশের ৫৩ জেলা পরিষদ চেয়ারম্যান, ৪৯৫ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের স্থালে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়েছে।

দেশের ৪৯৫ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এদিকে রোববার (১৮ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারাদেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

অপসারণ করা মেয়রদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আরো..