নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট পোশাক ব্যবসায়ী, জাতীয় দলের সাবেক ফুটবলার ও সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। হত্যার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইং কর্মকর্তা আ ন ম ইমরান খান।
একই দিন রাতে চট্টগ্রাম নগরী থেকে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আরো গ্রেপ্তার করা হয় কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফকে। তাঁকে গতকাল মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে। আ ন ম ইমরান খান জানান, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে করা একটি মামলায় খুলনা-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৮ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী।
নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।