https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৮

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক- ৩

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। সোমবার (৬ জানুয়া‌রি) বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক প্রে‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

এর আ‌গে রোববার রাতে সদর উপ‌জেলার কালিয়ানী ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পেরিয়ে অ‌বৈধভা‌বে ভারতে যাওয়ার সময় ছয়ঘরিয়া এলাকা থেকে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।তা‌দের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

আরো..