নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এঘটনায় স্থানীয় এলকাবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।সোমবার (১৩ জানুয়ারি) ভোরে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সাথে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ অনেকে জানান, ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা।এদিকে সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি।
এরআগে গত শনিবার সকালে ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকার বাসিন্ধা নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এঘটনার পর রোববার ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে । বৈঠকে সিদ্ধান্ত হয় যে বিবদমান জমিতে আপাতত চাষাবাদ বন্ধ থাকবে। দুই দেশ যৌথভাবে জমি মাপার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে।