নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় লালু দফাদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটা থানার বাইগুনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লালু মিয়া রাত ৮টার দিকে পাটকেলঘাটার বাইগুনি মোড় দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক লালু মিয়াকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছে।